মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে জেলার দুর্গাপুজো উদ্বোধন করলেন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে আসানসোল-দুর্গাপুরের দুর্গাপুজো উদ্বোধন করলেন। ওইসময় এই পূজা প্যান্ডেলগুলিতে বিভিন্ন প্রশাসনিক ও পুলিশ অফিসার উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী রাজ্যের ৬৯ টি পূজা প্যান্ডেল উদ্বোধন করেন।
আপকার গার্ডেন পূজা কমিটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন, জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি,ডিসি সায়ক দাস, আসানসোল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার অভিজিৎ ঘটক, কার্যকরী সভাপতি সমাজসেবী এবং শ্রীমতি সুদেষ্ণা ঘটক, অভিজিৎ চ্যাটার্জী এবং ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ।
পুলিশ কমিশনার ও জেলাশাসক বলেন প্রত্যেকে মাস্ক ব্যবহার করেন।
সুদেষ্ণা ঘটক এবং অভিজিৎ ঘটক বলেন তারা মুখ্যমন্ত্রীর কাছে আনন্দিত ও কৃতজ্ঞ এই পুজোকে উদ্বোধনের জন্যে বেছে নেবার জন্য।
এছাড়া যে সমস্ত পুজো উদ্বোধন হলো জেলায় :
কুলটি কলেজ রোড সর্বজনীন – ডিসি (পশ্চিম) অনামিত্র দাস এসডিও দেবজিৎ গাঙ্গুলি
কালীটোলা সর্বজনীন পূজা কমিটি – ডিসিপি ট্রাফিক, অতিরিক্ত জেলা কর্মকর্তা (জিপি)
অগ্রণী সংস্কৃতি পরিষদ কমিটি – ডিসি (পূর্ব)
কল্যাণপুর কে(K) সেক্টর পূজা কমিটি – ডিসিপি, ডিসি (সেন্ট্রাল), অতিরিক্ত জেলা আধিকারিক
নবারুণ ক্লাব দুর্গাপূজা – এসিপি ট্র্যাফিক দুর্গাপুর
পাণ্ডবেশ্বর হরিজন সর্বজনীন – এসিপি (পূর্ব) দুর্গাপুর স্বপন দত্ত
কানসি ডাঙ্গা সর্বজনীন দুর্গাপূজা – এসিপি (পশ্চিম) শান্তব্রত চন্দ, অতিরিক্ত জেলা আধিকারিক (শিক্ষা)
মিত্র সংঘ পানাগড় বাজার কাঁকসা – এসিপি ট্রাফিক (4) দিপঙ্কর বাসকি, ডিপিআরডিও পশ্চিম বর্ধমান।
কাসিডাঙ্গা সার্বজনীন দুর্গাপুজো মন্ডবে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
বারাবনি থেকে মনোজ শর্মা
মাননীয়া মুখ্যমন্ত্রী ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে পশ্চিমবর্ধমান জেলার মোট ১১ টি পুজো মন্ডবে উদ্বোধন করলেন যার মধ্যে বারাবনি ব্লকের অন্তর্গত কাসিডাঙ্গা সার্বজনীন দুর্গাপুজো মন্ডবে উদ্বোধন করলেন ।
এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন
এডিএম আসানসোল প্রশান্ত মন্ডল ,এসিপি সেন্টার শান্তব্রত চন্দ্র , ব্লক আধিকারিক সুরজিৎ ঘোষ, সিআই হিরাপুর শিবনাথ পাল,বারাবনি ওসি অরিন্দম মন্ডল, সমিতির সভাপতি মালা বাউরি, সহ সভাপতি সুকুমার সাধু ,দোমহানি গ্রাম পঞ্চায়েত প্রধান উমা সিং, বিশিষ্ট সমাজ সেবী নিমাই মিত্র,পুচড়া উপপ্রধান পার্থ সারথি মুখার্জি , প্রধান বারাবনি পঞ্চায়েত নরেশ বাউরি,পূজা কমিটির প্রেসিডেন্ট সম্পাদক সঞ্জিত ব্যানার্জি, সভাপতি স্বপন বাউরি সহ পূজা কমিটির অন্যান কর্মী বৃন্দ ।
এদিন প্রশান্ত মন্ডল জানান যে মাননীয়া মুখ্যমন্ত্রী আজ ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে পশ্চিমবর্ধমান জেলায় 11 টি পুজো মন্ডবে উদ্বোধন করলেন যেখানে গ্রামের মহিলারা শঙ্খ ধনী ও কাসরের আওয়াজে উলুদ্ধনী দিয়ে প্রদীপ উজলনের মধ্যদিয়ে এই উদ্বোধন হয় ।