ASANSOLASANSOL-BURNPURNewsPoliticsWest Bengal

AIDYO এর ডাকে আসানসোলে যুব বিক্ষোভ

জেলাশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল: All India Democratic Youth Organisation (AIDYO) পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে আজ আসানসোলে জেলাশাসকের নিকট যুব বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি তুলে দেন স্বপন মুন্সি ( জেলা ইনচার্জ), শঙ্খ কর্মকার ও সুজয় শেঠ।


কেন্দ্র ও রাজ্য সরকারের সকল শূন্যপদ অবিলম্বে পূরণ করা, কর্মহীন এবং কর্মচ্যুত সমস্ত বেকারের অবিলম্বে চাকরির ব্যবস্থা করা, চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতার ব্যবস্থা করা, রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী যুবশ্রী প্রকল্পের প্রার্থীদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা, এসএসসি পরীক্ষা পুনরায় চালু করা এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করার ব্যবস্থা করা , রাজস্ব আদায়ের নামে অবাধ মদ বিক্রি এবং মদ বিক্রির উপর উৎসাহ ভাতা প্রদান বন্ধ করা, রাজ্যে নারীর নিরাপত্তা সুনিশ্চিত করা, আসানসোলে কয়েকদিন আগে এক 13 বছরের নাবালিকার মৃতদেহ পুকুরে পাওয়া যায় আর পূর্ণাঙ্গ তদন্ত করা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা, রুপনারায়নপুর অঞ্চলে বিদ্যাসাগর সহ বড় মানুষদের মূর্তি স্থাপন করা এবং আসানসোলে শরৎ মঞ্চের সংলগ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি মেরামত করা প্রভৃতি দাবি সমূহ নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।


এর আগে BNR MORE এর রবীন্দ্র ভবনের সামনে একটি যুব প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন আনন্দরূপ রায়, সুব্রত ব্যানার্জি সহ আরো অনেকে। এরপর জেলাশাসক দপ্তরে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *