Bengali NewsPoliticsRANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় BJP প্রশিক্ষণ শিবিরের আয়োজন

প্রশিক্ষণ দেন বিজেপি নেত্রী আশা শর্মা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
২০২১ এর বিধানসভার ভোটকে সামনে রেখে বিজেপি পুজোর আগে থেকেই তাদের কর্মীদের নিয়ে আঁটঘাট বেঁধে মাঠে নেমেছে। শুক্রবার আসানসোলের কাছেই জামুুড়িয়া বিধানসভার বিজেপির মন্ডল ৪ এ বিজেপির একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।


ওই শিবিরে প্রশিক্ষণ দেন আসানসোল কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর ( কর্পোরেশন বোর্ডের মেয়াদ গত ১৫ ই অক্টোবর ২০২০ শেষ হয়েছে এবং বোর্ড অফ্ অ্যাডমিনিস্ট্রেটর গঠিত হয়েছে) ও জেলা বিজেপি মহিলা মোর্চা নেত্রী আশা শর্মা এবং বেশ কিছু শিল্পাঞ্চলের নেতৃত্ব।
ওই প্রশিক্ষণ শিবিরে কর্মীদের আগামী বিধানসভা নির্বাচন কে সামনে রেখে তাদের কর্মপদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।


প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মন্ডল ৪ এর প্রেসিডেন্ট নিরঞ্জন সিং, এছাড়া ডক্টর প্রমোদ পাঠক, তাপস রায়, সুশীল যোশী, সুনীল সিং প্রমুখ বিজেপি নেতৃত্ব।

Leave a Reply