BARABANI-SALANPUR-CHITTARANJAN

CLW তে ৬৫ তম রেল সপ্তাহ অনুষ্ঠান

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৬ অক্টোবরঃ করোনা সতর্কতা বজায় রেখে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় CLW শুক্রবার পালিত হল ৬৫তম রেল সপ্তাহ। কারখানার কর্মী ও আধিকারিকদের পুরস্কৃত করার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারখানার জেনারেল ম্যানেজার প্রবীন কুমার মিশ্র । এছাড়াও ছিলেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ওম্যান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সুনিতা মিশ্র।


করোনা পরিস্থিতিতে কাজ করা কারখানার কর্মী ও আধিকারিকেরা নিজের নিজের বিভাগীয় প্রধানের হাত থেকে শংসাপত্র নেন। এদিনের অনুষ্ঠানে কারখানা ও ডানকুনি ইউনিটের ১৮৩ জন কর্মী ও আধিকারিককে শংসাপত্র, ব্যাজ, নগদ টাকা হাতে দিয়ে সম্মানিত করা হয়। এছাড়াও দলগতভাবে ১১টি শীল্ড পাওয়া দল, ২২ জন বিভাগীয় কর্মী ও আধিকারিকের গ্রুপকে নগদ টাকা দিয়ে সম্মানিত করা হয়।

Leave a Reply