শ্রমকোড ও রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণের প্রতিবাদ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোড ও রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণের প্রতিবাদে আজ আসানসোল এর রবীন্দ্র ভবনের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এই সভায় বক্তব্য রাখেন ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের উমেশ দুসাদ, গণ অধিকার মঞ্চের ইন্দ্রজিৎ মুখার্জি, ইফটু( সর্বহারা) সঞ্জিত অধিকারী,আসানসোল সিভিল রাইটসের সুমন কল্যাণ মৌলিক।সভা পরিচালনা করেন ইস্কো মজদূর ইউনিয়নের সৌমেন্দু গাঙ্গুলি। সভা শেষে রিজিওনাল লেবার কমিশনারের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।



