PoliticsWest Bengal

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলো, বহুজন বঞ্চিত মহাজোট

বেঙ্গল মিরর, কোলকাতা:২১শের নির্বাচনকে কেন্দ্র করে আরজেএসপি ও রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া এক মহাজেট গঠন করেছে। এই মহাজোটে বেশকিছু তপশিলি আদিবাসী সংগঠন এবং বেশকিছু রাজনৈতিক দল এর সঙ্গে যুক্ত রয়েছে৷ এদের মূল লক্ষ্য জমি ও জঙ্গলের অধিকারকে তরান্বিত করা এবং আদিবাসীদের ক্ষমতায়ন করা।

রবিবার বিরাটিতে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরজেএসপি-র সর্বভারতীয় সভাপতি দেবকুমার চট্টোপাধ্যায় এবং রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া-র রাজ্য সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক। এদিন মোট দশটি আসন
ঘোষণা করেন।

নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা

১) বঞ্চিত বহুজন মহাজোটের সেক্রেটারী জেনারেল, আর পি আইয়ের রাজ্য সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক,
২) ববি হাকিমজীর বিরুদ্ধে আর পি আইয়ের রাজ্য স্পোক পার্সন,আম্বেদকর প্যান্থার্স সেনার সর্বভারতীয় সাধারন সম্পাদক রাজা মুখোপাধ্যায়
৩) হাবড়া – শ্যামাপ্রসাদ মুখার্জি মাহাশয়ের পঞ্চম প্রজম্ন শ্রীমতি সুলতা ঘোষ আর পি আইয়ের মহিলা নেত্রী।
৪) গাইঘাটা আর মজুমদার।
৫) জামালপুর সঞ্জু চক্রবর্তী।
৬) উত্তর দমদম বঞ্চিত বহুজন মহাজোটের চেয়ারম্যান, আর জে এস পির জাতীয় সভাপতি, সমাজসেবী দেবকুমার চ্যাটার্জি।
৭) বরানগর আর জে এস পির রাজ্য কনভেনর সুমন্ত কুমার জানা
৮) তারেকেশ্বর আর জে এস পি র রাজ্য সভাপতি বিনয় কুমার মালিক
৯) মধ্যমগ্রাম আর জে এস পির সৌরভ বাসু।
১০) খাটরা আর জে এস পির আনন্দ কুমার সরেন।

Leave a Reply