Bengali NewsPURULIA-BANKURAWest Bengal

ভামুরিয়া বাথানেশ্বর দুর্গাপুজো পুরুলিয়া জেলায় সেরা পুজো

করোনা পরিস্থিতিতে পুরুলিয়ার ভামুরিয়া বাথানেশ্বর দুর্গাপুজোতে করণাসুরকে বধ করার অভিনব থিম

By Souradipto sengupta

বেঙ্গল মিরর, আসানসোল: পুরুলিয়া জেলার বিখ্যাত ভামুরিয়া বাথানেশ্বর দুর্গাপুজো এবার পুরুলিয়া জেলায় সেরা পূজো হিসেবে ঘোষিত হল “বিশ্ববাংলা শারদ সম্মান ২০২০” এর পক্ষ থেকে।
পুজোটি বেশ কয়েক বছর ধরে অভিনব পুজো করে আসছে এবং আশপাশের সমস্ত জেলা এবং দূর দূরান্ত থেকে মানুষ আসেন ওই পুজো এবং প্রতিমা দর্শন করতে। কিন্তু এবার করোনা পরিস্থিতি কারণে হাইকোর্টের পুজো সংক্রান্ত নির্দেশিকার কারণে জনসমাগম নিয়ন্ত্রিত করা হয়েছে। প্রচুর পুলিশ ফোর্স চারিদিকে মোতায়েন রয়েছে এবং নিজস্ব নিরাপত্তা রক্ষীরা মাস্ক পরে স্যানিটাইজার হাতে নিয়ে রয়েছেন। বাইরের মানুষের অবাধ প্রবেশ এবার নিয়ন্ত্রিত করা হয়েছে।


এ ব্যাপারে পুজোর সেক্রেটারি হিরালাল মাজি বলেন, ” করোনা ভাইরাস পরিস্থিতিতে সারা পৃথিবী বিপন্ন। আমরা একটা জলের মধ্যে জড়িয়ে পড়েছি আমাদের শিল্পকর্ম এটাই দেখাচ্ছে যে আধ্যাত্বিকভাবে মায়ের আরাধনা এবং দেব দেবীর আরাধনা করে যাতে মায়ের বোধনের আগে “করোনা – অসুরকে” আমরা বধ করতে পারি। মন্ডপের ভেতর একজায়গায় মা দুর্গা শান্তভাবে বসে রয়েছেন। চারিদিকে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। উপর থেকে বিভিন্ন ফুল এর অস্বিত্ব রয়েছে।

মানুষের জীবনকে ফুলের সাথে তুলনা করা হয়েছে বহু ফুল ঝরে গেছে করোণার প্রকোপে, আবার বহু ফুল বেঁচে রয়েছে। যে সমস্ত ফুল বেঁচে রয়েছে তাদের সুস্থ রাখার কামনা করছেন তাঁরা।”
এদিকে পুরুলিয়া জেলা পুলিশের তরফ থেকেও হাই কোর্টের নির্দেশ এবং করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *