LatestPoliticsWest Bengal

BJYM সমস্ত জেলা কমিটি বাতিল

By Souradipto sengupta

বেঙ্গল মিরর, কলকাতা : বিজেপি যুব মোর্চার (BJYM) সমস্ত জেলা কমিটি বাতিল করার জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নির্দেশ জারি করার পরে বিজেপির মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভারতীয় জনতা পার্টিতে গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ পেল। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভারতীয় জনতা যুব মোর্চার সকল জেলা কমিটি বাতিল করার নির্দেশ জারি করেন।

জেলা কমিটি বাতিল

নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত বিজেপি যুব মোর্চার কাজ সমস্ত জেলা সভাপতিদের না করার নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষণীয় বিষয়, এর আগেও বিজেপি যুব মোর্চা কমিটি নিয়ে বিরোধ ছিল, যখন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ সভাপতিদের নাম আগে ঘোষণা করেছিলেন। এটিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আপত্তি ছিল, এর পরে তালিকাটি পিছিয়ে দেওয়া হলেও পরে সৌমিত্র খাঁ তা প্রকাশ করেন। এখন আবার এই বিতর্ক চলে এসেছে। সৌমিত্র খাঁ গতকাল ৬ টি জেলা সভাপতির তালিকা প্রকাশ করেছিলেন, এর পর দিলীপ ঘোষ আজ সমস্ত জেলা কমিটি বাতিল করার ঘোষণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *