ASANSOL-BURNPURBengali Newsधर्म-अध्यात्म

পাল বাড়ির পুজো এবার ঘরের ভিতরেই

বেঙ্গল মিরর, বার্নপুর( আসানসোল):—করোনা আবহে পাল বাড়ির পুজো এবার ঘরের ভিতরেই ৷ বার্ণপুরের স্টেশন রোডে ২২ বছর ধরে দেবীর আরাধনা করে আসছেন পাল বাড়ির সদস্যরা ৷ অন্যান্য বছর শারদীয়া উৎসবে বাড়ির বাইরে প্রশস্ত জায়গায় মণ্ডপ বানিয়ে প্রায় ২০ ফুটের প্রতিমা গড়ে দেবীর আরাধনায় মেতে উঠতেন পাল পরিবারের সদস্যরা ৷

Photo by ujjal dasgupta

তবে এই বছর করোনা সংক্রমণের কারণে সরকারি নির্দেশিকা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে গিয়ে বাড়ির অন্দরেই দেবীর আরাধনার ব্যবস্থা করা হয় ৷ যেখানে শুধু মাত্র পরিবারের সদস্যদেরই প্রবেশাধিকার থাকে ৷

বাড়ির অন্দরে দেবীর আরাধনা করতে গিয়ে এবার আর ২০ ফুটের মূর্তি গড়া হয়নি ৷ বদলে আকারে ছোটো হয়ে ৫ ফুটের প্রতিমা বানানো হয় ৷ একই সাথে পুজোর আয়োজনের ক্ষেত্রেও নানান কাঁটছাঁট করা হয় ৷ পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে সিঁদুর খেলার আড়ম্বর বা সকলের একসাথে ভোগ খাওয়ার রীতিও কিছুটা বাতিল করা হয় ৷

তবে নিয়ম রক্ষার মত সব রীতিকেই সংক্ষিপ্ত ভাবে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা ৷ দশমীর দিনে ঘট বিসর্জনের মাধ্যমে দেবীর নিরঞ্জনের ব্যবস্থা করা হয় ৷

Leave a Reply