অর্ণব গোস্বামী গ্রেফতার
By Souradipto Sengupta



বেঙ্গল মিরর, কলকাতা: রিপাবলিক ভারত টিভি চ্যানেলের প্রধান অর্ণব গোস্বামীকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে। আর এই পদক্ষেপের পরেই সারা দেশে জুড়ে আলোচনার ঝড় শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভারেকার এর নিন্দা করেছেন এবং জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিয়েছেন।

রিপাবলিক ভারত টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে বুধবার (৪ নভেম্বর) সকালে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করে। জানা গিয়েছে, আত্মহত্যা মামলায় অর্ণবকে গ্রেপ্তার করা হয়েছে। ৫৩ বছর বয়সী ইন্টিরিয়র ডিজাইনারের আত্মহত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাই পুলিশের এক আধিকারিক বলেছেন যে, একজন আর্কিটেক্ট এবং তার মা ২০১৮ সালে রিপাবলিক টিভির কাছে বকেয়ার কারণে আত্মহত্যা করেছিলেন।
মুম্বই পুলিশের ইন্সপেক্টর শচীন ওয়াজে জানান, অর্ণবকে আইপিসির ৩০৬ ও ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।