DURGAPURLatest

দুর্গাপুরে মিলল বোমা, ঘটনাস্থলে পুলিশ

বেঙ্গল মিরর, অনির্বান কর্মকার, দুর্গাপুর ঃ বোমাতঙ্ক দুর্গাপুরের কমলপুর আদিবাসী পাড়ার মোহন্তবাগানে। প্লাস্টিকের মধ্যে তিনটি সুতলি পাকানো কিছু পড়ে থাকতে দেখে বুধবার ভোরে নিমেষেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ভোরে জঙ্গল সরাতে গিয়ে স্থানীয় একজন প্লাস্টিকের মধ্যে সুতলি পাকানো কিছু পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন, এরপর তারা দুর্গাপুর থানার পুলিশকে জানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু এগুলো আদপে কি তা নিয়ে তদন্ত করছে পুলিশ। কিন্তু গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে কমলপুর এলাকায়। এইদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে,স্থানীয় তৃণমূল নেতা প্রশান্ত ঘোষের অভিযোগ, আদিবাসী গাউতা ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই অপকর্মে জড়িত রয়েছে।স্থানীয় আদিবাসীরা পাল্টা অভিযোগ করছেন এলাকায় একটি আদিবাসী গাওতার অফিস হয়েছে আর তার জন্যই এই ঘটনা ঘটিয়ে নিজেদের আড়াল করার চেষ্টা করছে তৃণমূল কর্মীরা।

Leave a Reply