ASANSOLRANIGANJ-JAMURIA

খনি অভ্যন্তরেই বিক্ষোভ প্রদর্শন

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের নিমচায় অবস্থিত সাতগ্রাম এরিয়ার জে কে নগর কোলিয়ারি তে, বৃহস্পতিবার সকাল আটটা থেকে চলছে লাগাতার খনি অভ্যন্তরেই বিক্ষোভ প্রদর্শন প্রায় 51 জন কয়লা খনির ট্রামার এই বিক্ষোভ প্রদর্শনের শামিল হন। তাদের দাবি পিস রেট থেকে টাইম রেটে করতে হবে তাদের এই দাবিতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যায়।

কোনি কর্মীদের অভিযোগ কর্তৃপক্ষকে বারংবার বলার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যদিও কয়লার খনির এজেন্ট কমলেশ প্রসাদ জানিয়েছেন শ্রমিকদের সঙ্গে বারংবার যোগাযোগ করে তাদের সমস্যা সমাধানের কথা দপ্তরে এসে জানান এতে বলা হয়েছে

কিন্তু তারা কোনো কর্ণপাত করেননি বিষয়টিকে নিয়ে ইসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনায় বসেছেন। জানা গেছে এই বিক্ষোভ আন্দোলনের জেরে কয়লা খনির কাজ চললেও প্রায় 50 থেকে 60 টন কয়লা প্রথম উত্তোলন হচ্ছে যার জেরে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ইসিএল কর্তৃপক্ষ কে

Leave a Reply