জলের অপচয় রুখতে উদ্যোগ নিলেন দীপ
বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জী,দুর্গাপুর: শিল্পাঞ্চলে জলের সমস্যা নতুন নয়। অথচ দেখা যায় রাস্তার ধারে সরকারি কলগুলি থেকে জল পড়ে নষ্ট হচ্ছে। জলের অপচয় রুখতে কলের মুখ লাগানোর উদ্যোগ নিলেন দীপ নারায়ণ নায়ক। রাস্তার মাস্টার নামেই পরিচিত তিনি। এখনও পর্যন্ত জামুড়িয়া, নিমডাঙা, জবাসহ শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় কয়েকশো কলের মুখ লাগিয়েছেন তিনি।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2020/11/dgp-1-500x323.jpg)
এ ব্যাপারে রাস্তার মাস্টারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, শিল্পাঞ্চলের মানুষের জলের চাহিদা পূরণের জন্য সরকার প্রচুর কল বসিয়েছে। অধিকাংশ কলের মুখ না থাকায় প্রতিদিন প্রায় কয়েক লক্ষ লিটার পানীয় জলের অপচয় হচ্ছে। এই অপচয় রোখা গেলে জলসঙ্কট অনেকটাই মিটবে বলে আশা দীপ নারায়ণবাবুর। এই উদ্যোগে পাশে রয়েছেন তাঁর ছাত্রছাত্রীরা।
গ্রামের কোন কলের মুখ নেই, তার খোঁজ দেয় ছোট ছেলেমেয়েরা। তারপর দীপ স্যার সেখানে গিয়ে কলের মুখ লাগিয়ে আসেন। জলের অপচয় রুখতে এই উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন এলাকার লোকজন।