ASANSOLPANDESWAR-ANDAL

ট্রেন ও মালগাড়িতে কাটা পড়ে এক যুবক সহ মৃত্যু দুজনের

আসানসোল ও অন্ডালে দুটি পৃথক দূর্ঘটনা

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৭ নভেম্বরঃ পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আসানসোল ও অন্ডাল স্টেশনের কাছে দুটি পৃথক রেল দূর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবক সহ দুজনের।


ঘটনা দুটি ঘটেছে শুক্রবার রাতে ও শনিবার সকালে। মৃতদের মধ্যে একজনের নাম ও ঠিকানা পাওয়া যায়নি। অঙ্গাত পরিচয় মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। আসানসোল রেল পুলিশ জানায়, অঙ্গাত পরিচয় ঐ ব্যক্তি শুক্রবার রাতে আসানসোল স্টেশনের কাছে রেললাইন পার করছিলেন। সেই সময় তিনি কোন ট্রেনে কাটা পড়েন ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


অন্যদিকে, মৃত যুবক অন্ডাল থানার ধুপচুড়িয়ার বাসিন্দা খোকন গরাই(১৯)। অন্ডাল রেল পুলিশ সূত্রে জানা গেছে , খোকন গরাই শনিবার সকালে অন্ডাল রেল স্টেশনের কাছে রেললাইনে কোন মালগাড়িতে কাটা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে দুটি মৃতদেহর ময়নাতদন্ত হয়।

Leave a Reply