বিজেপি সরকার গড়ার লক্ষ্যে মাইনরিটি মোর্চা কে আরো এগিয়ে আসতে হবে : নাজিয়া
বেঙ্গল মিরর , আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
বিজেপি মাইনরিটি মোর্চা কে পশ্চিমবঙ্গে আরো এগিয়ে আসতে হবে বিজেপির সরকার গড়তে গেলে। আরো অনেক নতুন মুখের প্রয়োজনীয়তা রয়েছে কারণ মুসলিম ভোট ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে নিঃসন্দেহে গুরুত্বপূর্ন ফ্যাক্টর। এর ওপর চিন্তাভাবনা চলছে এবং তিনি আশা করেন জাতীয় নেতৃত্ব নিশ্চয় সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে পশ্চিম বর্ধমানের
কুলটিতে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং মুসলিম সংখ্যালঘু নেত্রী নাজিয়া এলাহী খান।














শনিবার পশ্চিম বর্ধমানের কুলটিতে নাজিয়া এলাহী খান কুলটি বিজেপি সংখ্যালঘু ফ্রন্ট মন্ডল ২ এর আয়োজনে কুলটি কেন্দুয়া বাজার ৬ নম্বর গেটের কাছে মিস্ত্রি পাড়ায় সমাজের পিছিয়ে পড়া এবং অভাবী মানুষজনের মধ্যে কম্বল, শাড়ি, মাস্ক, স্যানিটাইজার বিতরন করেন এবং করোনা পরিস্থিতিতে অভাবী মানুষদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে বলেন।
এরপর সাংবাদিক সম্মেলনে তিনি বলেন করোনা পরিস্থিতিতে সব কিছু নিয়ম মেনে তিনি অভাবী মানুষদের স্বার্থে কলকাতা থেকে আসানসোলের কুলটিতে বস্ত্র, কম্বল ও স্যানিটাইজার দিতে এসেছেন। এনজিও “মুসলিম ওমান রেজিস্ট্যান্স কমিটি” এবং “ক্রাইম এগেইনস্ট উইমেন” র মাধ্যমে নিজে মহিলা হয়ে সবসময় মহিলাদের পাশে থাকার চেষ্টা করেন তিনি। তিনি দুটি মাদ্রাসা পরিচালনা করেন বলেও জানান।
ওই বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপি ভাইস প্রেসিডেন্ট সুব্রত মিশ্র, কুলটি মন্ডল ২ মাইনরিটি মোর্চা প্রেসিডেন্ট
জিশান কুরেশি সহ বহু বিজেপি নেতা কর্মী ও সমর্থকেরা।


