ধর্মের নামে বাংলার মানুষের মধ্যে ভেদাভেদ করতে চাইছে বিজেপি
আসানসোল, লাওদোহা, কুল্টি ও রুপনারায়নপুরে তৃনমুল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ
বেঙ্গল মিরর , রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৮ নভেম্বরঃ বাংলার প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে গত শুক্রবার থেকে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লক বা বিধানসভা এলাকায় তৃণমূলের ধিক্কার সমাবেশ শুরু হয়েছে। শনিবারের পর রবিবারেও আসানসোল, লাওদোহা, কুল্টি ও রুপনারায়নপুরে তৃনমুল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।














আসানসোল উত্তর বিধানসভার আসানসোলের শীতলা ময়দানে আসানসোলে ও অন্ডালের সমাবেশে মন্ত্রী মলয় ঘটক একের পর এক তথ্য তুলে ধরে বলেন, কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার দেশের মানুষকে সব সুবিধা পাওয়া থেকে বঞ্চিত করেছেন ও অসত্য প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরো বলেন এই রাজ্যে যখন আমফানের মতো ঘূর্ণিঝড় হলো তখন তারা এমন ভাব দেখালেন যেন পুরো ক্ষতিটাই সামাল,দিতে কেন্দ্র সরকার সব সহযোগিতা করবে।

কিন্তু বাস্তবে কোন সাহায্যই প্রায় তারা দিলেন না। অথচ অন্য রাজ্যকে বিপুল পরিমাণ টাকা সাহায্য হিসাবে দেওয়া হলো। বারবার বলেও জিএসটির পাওনা মেলেনি। করোনার মতো এত বড় মহামারীতেও চিকিৎসা বাবদ কোন সাহায্য কেন্দ্র সরকার করেনি। কেবলমাত্র বিজেপি এই রাজ্যে মানুষের মধ্যে ভেদাভেদ করে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। উত্তর প্রদেশ যেখানে তারা শাসন করছে, সেখানে একের পর এক খুন ও ধর্ষণের ঘটনা ঘটছে। সেটা তারা দেখতে পাচ্ছেনা। বাংলাকে আমরা কিছুতেই উত্তরপ্রদেশ হতে দেবো না। এই রাজ্যের শিল্প ও লাভজনক কলকারখানা বন্ধ করা হচ্ছে। কয়লাখনিও বিক্রির কাজ শুরু করা হয়েছে। এইসবের জবাব বাংলার মানুষ সময়মতো দেবেন।
বিজেপি আর কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ

অন্যদিকে পাণ্ডবেশ্বর এর লাউদোহা ব্লকে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে সভার আয়োজন করা হয়। এই সভায় জনজোয়ার ভেসে উঠে । সভা থেকে জিতেন্দ্র তিওয়ারি বিজেপি আর কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে বলেন জাতি ও ধর্মের নামে দাঙ্গা লাগানোর পার্টির বাংলার জমিতে কোন জায়গা নেই। বাংলার মানুষ বিজেপি থেকে বাঁচতে চাইছে । তাই গোটা রাজ্যে লক্ষ -লক্ষ মানুষ আমাদের সেভ ফ্রম বিজেপি কে সমর্থন করছেন।
হিন্দুস্তান কেবলস কারখানা, বিজেপি ক্ষমতায় এসে সেটাই প্রথম বন্ধ করে

Ricky balmiki & Manoj sharma, Salanpur
অন্যদিকে, রুপনারায়নপুরের সমাবেশে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, যেখানে আমি এখন সমাবেশ করছি তার কয়েকশো মিটার দূরেই ছিল হিন্দুস্তান কেবলস কারখানা। বিজেপি ক্ষমতায় এসে সেটাই প্রথম বন্ধ করে বোঝালো মানুষকে ওরা কাজ দেয়না। মানুষের কাজ তারা কেড়ে নিতে চায়। ওরা মানুষের মধ্যে জাতপাত ও ধর্ম নিয়ে বিভেদ ছড়াচ্ছে। শান্তির বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে ওরা । আমি সবার কাছেই বলছি আমাদের যদি কোন স্তরের কোন নেতার কোন আচার আচরণে আপনাদের খারাপ লাগে আমার ফোন নম্বব সবাইকে আমি দিয়েছি । তাতে আমাকে ফোন করে সরাসরি জানাবেন ।কোন সাহায্য দরকার হলে ও আপনার বিপদের দিনে আমরা থাকবো। যেমন আপনাদের বিপদে পাশে দাঁড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আমাদের মধ্যে কোন গোষ্ঠী নেই। আমাদের একজনই নেত্রী। তিনিই বাংলার মুখ। গত লোকসভা নির্বাচনে সালানপুর এলাকা থেকে ভোট কম পেয়েছিলাম। এবার এতো ব্যাপক উন্নয়ন হয়েছে ও আমি নিজে প্রতিটি গ্রামে গিয়ে পৌঁছেছি। তাতে আমার আশা নিশ্চয়ই এই এলাকার মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন।


