পাঁচগাছিয়া বাউরি পাড়ায় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি: বারাবনি ব্লকের
পাঁচগাছিয়া বাউরি পাড়ায় হয়ে গেল রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা আয়োজন করেছিলেন পশ্চিমবঙ্গ বাউরি জাতি বিকাশ সংঘ যার আনুষ্ঠানিক ফিতে কেটে উদ্বোধন করেন ডাক্তার তপন দাস এছাড়াও উপস্থিত ছিলেন সংঘের বিপদতারণ বাউরী শ্যামল বাউরী ডাবলু বাউরি বাউরি ধরণী বাউরী এছাড়াও পশ্চিমবঙ্গ বাউরি জাতি সংঘের বরুণ বাউরী উদ্বোধনী ও সঙ্গীত দিয়ে আনুষ্ঠানিক সূচনা হয়।