ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

ঐক্যবদ্ধ হবার ডাক দিল দলিত, আদিবাসী ও সংখ্যালঘু গণমঞ্চ

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : সারা দেশে যখন পাল্লা দিয়ে বাড়ছে আদিবাসী, দলিত ও সংখ্যালঘু মানুষদের উপর রাষ্ট্রীয় নির্যাতন,ক্রমান্বয়ে কমানো হচ্ছে গণ-আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত অধিকার তখন ঐক্যবদ্ধ হবার ডাক দিল দলিত, আদিবাসী ও সংখ্যালঘু গণমঞ্চ।আজ বারাবনী ব্লকে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জনার্দন কোঁড়া,অধ্যাপক দীপক মুদি,মতিলাল সোরেন,আস্তিক বাউরি, স্বপন দাস প্রমুখ। সম্মেলনে আলোচনা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রবীণ মানুষদের সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply