DURGAPURFEATUREDLatestNewsWest Bengal

DURGAPUR: বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার অভিনব ব্যবস্থা

দুর্গাপুরের নেপালি পাড়া স্কুলের

বেঙ্গল মিরর, দুর্গাপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত :
পশ্চিমবঙ্গে করোনা আবহে স্কুল কলেজ এখনও বন্ধ রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কল কনফারেন্সে ক্লাস করে চলেছে ছাত্রছাত্রীরা।

এমতবস্থায় “তৃতীয় সাম্মেটিভ এ (অ্যানুয়াল) এক্সামিনেশন ২০২০” পরীক্ষায় ছাত্রছাত্রীদের বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে এক অভিনব সিদ্ধান্ত নিলেন দুর্গাপুর লেবার হাটের নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক এবং রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক কলিমুল হক ।

এই মর্মে একটি নির্দেশিকা জারি করে অভিভাবকদের অবহিত করা হয় যে পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক লিখিত শিক্ষার্থীদের বাড়ি থেকে হবে। পরীক্ষা শুরু হবে 23 নভেম্বর এবং শেষ হবে 3 ডিসেম্বর। পরীক্ষা স্কুল থেকে প্রকাশিত রুটিন অনুসারে হবে।

ওই নির্দেশিকায় বলা হয় যে প্রশ্নপত্র বাড়িতে পিতামাতা বা অভিভাবকের কাছে থাকবে। অভিভাবকরা পরীক্ষার দিনে নির্দিষ্ট প্রশ্নপত্র শিক্ষার্থীকে দেবেন। পিতামাতা বা অভিভাবকরা পরীক্ষার সময় শিক্ষকের ভূমিকায় গার্ড দেবেন। অভিভাবককে নিশ্চিত করতে হবে যে শিক্ষার্থী কোনও কিছু নকল যাতে না করে।

পরীক্ষার পরের দিন, সমস্ত উত্তরপত্র অভিভাবকরা স্কুলে গিয়ে জমা দেবেন । এছাড়া ওই নির্দেশিকায় পিতামাতা / অভিভাবকগণকে অনুরোধ করা হয় যে পরীক্ষার দিনের আগে পরীক্ষার্থীকে প্রশ্নপত্র না দেওয়ার জন্য। এরই সঙ্গে বলা হয় পরীক্ষার বিষয়ের দিন পরীক্ষার্থীকে রুটিনে দেওয়া সময়ের পাঁচ মিনিট আগে প্রশ্নপত্র দেবেন। অভিভাবকরা পরীক্ষার্থীর সামনে পুরো পরীক্ষার সময় উপস্থিত থাকবেন। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উত্তরপত্র নিয়ে একটি নিরাপদ স্থানে রাখবেন। ওই নির্দেশিকায় বলা হয় স্কুলে

উত্তরপত্র দাখিলের তারিখ: পঞ্চম শ্রেণী 01.12.2020 সকাল 11 টা, ষষ্ঠ ও সপ্তম শ্রেণী 04.12.2020 সকাল 11.00, অষ্টম এবং নবম শ্রেণী 04.12.2020 সকাল 11.00 টা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলীমুল হক বলেন, বিদ্যালয়ে ২৫৩১ জন ছাত্রছাত্রী পড়ে। করোনা পরিস্থিতিতে প্রথম এবং দ্বিতীয় সাম্মেটিভ এ (অ্যানুয়াল) এক্সামিনেশন ২০২০” পরীক্ষা নেওয়া যায়নি। তাই তৃতীয় বারের পরীক্ষায় পরীক্ষার্থীদের সুবিধার্থে এই অভিনব পদ্ধতি গ্রহণ করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *