NewsPoliticsWest Bengal

বিজেপির বিভিন্ন মোর্চা পদাধিকারীদের বিশেষ বৈঠকে অগ্নিমিত্রা পাল

By Souradipto sengupta

বেঙ্গল মিরর, কলকাতা:
শনিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপির হেস্ট্রিংস অফিসে যোগ দেন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে এই গুরুত্ব পূর্ণ বৈঠক যোগদান করেন মহিলা মোর্চার অন্যান্য পদাধিকারী রা । মূলত এই সাংগঠনিক বৈঠকে রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রসঙ্গত দুদিনের কর্মসূচি শেষে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ শুক্রবার রাতেই দিল্লি ফিরে গেছেন । সেখানেও বিজেপি রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল কে বিশেষ বৈঠকে দেখা যায় । হেস্ট্রিংস এর বৈঠকও যে আগামি নির্বাচনের রুপ রেখা তৈরিতে বিশেষ গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ জী ।
তবে বলাই বাহুল্য রাজ্য রাজনীতির ক্ষেত্রে ওই সাংগঠনিক বৈঠককে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছেন বিশিষ্ট জনেরা।

Leave a Reply