ASANSOLBengali NewsKULTI-BARAKAR

কালীপুজো-ছট চলাকালীন ভীড় না করার আবেদন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : কালীপূজা, ছটপূজা, জগদ্ধাত্রীপূজা, কার্তিক পূর্ণিমা সংক্রান্ত বৈঠক সোমবার কুলটি থানার তত্ত্বাবধানে পিস্ কমিটির উপস্থিতিতে কুলটি ক্লাবে হয়। কালীপুজো-ছট চলাকালীন সময়ে ভীড় না করার জন্য আবেদন করা হয়।

ওই উপলক্ষে ডিসিপি ওয়েস্ট অনামিত্র দাস, এসিপি ওয়েস্ট শান্তব্রত চন্দ, কুলটি থানার ইনচার্জ সোমনাথ ভট্টাচার্য, বরাকর থানার ইনচার্জ রবীন্দ্র নাথ দলুই, চৌরঙ্গী ফাঁড়ি ইনচার্জ অনন্ত রায়, নিয়ামতপুর ফাঁড়ি ইনচার্জ পলাশ মন্ডল, সাকতোরিয়া ফাঁড়ি ইনচার্জ সন্দীপ দাস, বারাকর ইলেকট্রিক সাপ্লাই আধিকারিক সমরেশ ভট্টাচার্য ছাড়াও তৃণমূল কুলটি ব্লকের সভাপতি বিমান আচার্য ছাড়াও কুলটি, বরাকর, ডিসেরগড়, নিয়ামতপুর, কুলটি থানার অধীনে সমস্ত কালী পূজা এবং ছটপূজা কমিটির সদস্য এবং পিস্ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply