শান্তিপূর্ণভাবে নির্বাচন হল চেম্বার অফ কমার্সের, ভোট গণনা কাল
বেঙ্গল মিরর, বিজু মন্ডল, আসানসোল: মঙ্গলবার, আসানসোল চেম্বার অফ কমার্সের 2020-22-এর কমিটির জন্য নির্বাচন হল। নির্বাচন কমিটি জগদীশ প্রসাদ কেডিয়া এবং জগদীশ বাগরী, সতীশ শেঠের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে নির্বাচন সফলভাবে পরিচালনা করল। এখানে মোট 355 ভোট অর্থাৎ 65.6 শতাংশ ভোট পড়ল। নির্বাচনের জন্য সকাল থেকেই মুর্গাসালের চেম্বার ভবনের বাইরে একটি উৎসবের পরিবেশ ছিল। ৩১ টি পদে মোট 47 জন প্রার্থী মাঠে রয়েছেন। ভোট গণনা বুধবার 11 নভেম্বর অনুষ্ঠিত হবে।
কে হবে প্রেসিডেন্ট ?
শচীন রায়, নরেশ আগরওয়াল প্রেসিডেন্ট পদের জন্যে, সেক্রেটারির শম্ভুনাথ ঝা, কোষাধ্যক্ষের জন্য বিশ্বরঞ্জন দাশগুপ্ত, যুগ্ম কোষাধ্যক্ষ অলোক কুমার ধর, সন্তোষ দত্ত, প্রবোধ সেনের মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতা রয়েছে। অন্যদিকে, মহাবীর শর্মা, ওমপ্রকাশ বাগরীয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়ে রবীন্দ্র পাসারী, সহসভাপতি ( দুটি পদ) এর জন্য সাতপাল সিং কের পিনকি, বিনোদ কামার গুপ্ত, সুরজিৎ সিং মক্কার, বিনয় শর্মা, সুনিত দাস, যুগ্ম সচিবের জন্য ইমতিয়াজ আলম ( ২ টি পদ) রয়েছেন। নির্বাচন মাঠে রয়েছে।
২২ জন কার্যনির্বাহী সদস্যের
মুকেশ টোডি , সুব্রত চ্যাটার্জী (বুলু দা), হর্ষ খন্দেলওয়াল, অরুণ গুপ্ত, সুদীপ আগরওয়াল, নীরঞ্জন আগরওয়াল, গৌরীশঙ্কর আগরওয়াল, শঙ্কর শর্মা, হরি নারায়ণ আগরওয়াল, ওমপ্রকাশ গুপ্ত (পিন্টু), দীনেশ পোদ্দার, সুনীল কুমার, বিনোদ কেদিয়া, অশোক আগরওয়াল , সুনীল সোনকর, প্রদীপ বর্মণ, রাজা সিং, সত্যনারায়ণ আগরওয়াল, মোহাম্মদ জাকুল্লাহ, বিশাল গুপ্তা, জিগনেশ প্যাটেল, অজয় সাহা, অজয় গুপ্ত, অভয় বার্নওয়াল, সি মুরালি, রাজু আগরওয়াল, সঞ্জয় তিওয়ারি, মোহাম্মদ ইমতিয়াজ আলম, ফিরোজ খান, অমিত আগরওয়াল প্রার্থী হিসেবে প্রতদ্বন্দ্বিতা করেছেন।