ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANDURGAPURKULTI-BARAKARPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIA

এডিপিসির ৭৮ জন পুলিশ অফিসারের ট্রান্সফার

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : এডিপিসির ৭৮ জন পুলিশ অফিসারের ট্রান্সফার অর্ডার। পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় ৭৮ জন এস আই পদমর্যাদার পুলিশ অফিসারের ট্রান্সফার অর্ডার জারি করেছেন। ওয়াকিবহাল মহল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই নির্দেশ জারি করেছেন।

রাজ্যে প্রথমে শীর্ষ স্তরের প্রশাসনিক আধিকারিকদের ট্রান্সফার অর্ডার জারি করা হয়। এর পরে, বিডিও র‌্যাঙ্কের বদলি করা হয়। এরসঙ্গে, কলকাতা পুলিশে ব্যাপক রদবদল হয়েছে এবং বর্তমানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ৭৮ জন এস আই পদমর্যাদার অফিসারকে একসঙ্গে বদলি করা হয়েছে, অনেকেই পুলিশ লাইনে গিয়েছেন এবং অনেকেই থানায় এসেছেন।

দেখুন কে কোথায় ট্রান্সফার হলেন তার তালিকা :

Leave a Reply