ছটপুজো কমিটি গুলোকে আর্থিক সহায়তা।
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক জিতেন্দ্র তেেওয়ারির নেতৃত্বে বিভিন্ন ছটপূজা কমিটিগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ৯০ টি কমিটিকে ৫০০০ টাকা আর্থিক সহায়তা, ১০০ টি মাস্ক এবং ৫০ টি ধূপ প্যাকেট দিয়েছেন।
এই উপলক্ষে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন যে, বাংলায় বিশ্বাস স্থাপনের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পঞ্চায়েত, প্রতিটি কর্পোরেশনকে কঠোর নির্দেশ দিয়েছেন যে, ভক্তদের ঘাটে কোনও ধরণের অসুবিধে যাতে না হয় সেই ব্যাপারে নজর রাখতে । পাণ্ডবেশ্বর পঞ্চায়েত দ্বারাও মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুযায়ী ভক্তদের সেবায় কর্মরত কমিটিগুলিকে সহায়তা করার জন্য আর্থিক সহায়তা, মাস্ক এবং ধূপকাঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন যে পশ্চিমঙ্গ ছট পর্বে উচ্ছ্বসিত। এই সংস্কৃতি আর কোথাও দেখা যায় না। তিনি সরকারের সকল নির্দেশ মেনে ছট উৎসব পালনের আবেদন করেন।।