Bengali NewsDURGAPURLatestNewsPURULIA-BANKURA

ছট পুজোর পুণ্যস্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোরী

বেঙ্গল মিরর, দুর্গাপুর: দুর্গাপুর ব্যারেজের দামোদর নদীতে ছট পুজোর পুণ্যস্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোরী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

পুলিশ সূত্রে জানতে পারা যায় মৃত কিশোরীর নাম শনি তাঁতি। বয়স ১৬ বছর। সে নেপালিপাড়া স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। মৃত ওই কিশোরী দামোদর নদীতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছট পুজোর পুণ্যস্নান করতে এসেছিলেন সেই সময় হঠাৎ দামোদরের জলে তলিয়ে যায় ওই কিশোরী। পরিবারের আত্মীয়-স্বজনরা দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করলেও তার খোঁজ মেলেনি।

অবশেষে বড়জোড়া থানায় খবর পৌঁছালে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

https://www.anandabazar.com/district/bardhaman/girl-drowned-while-bathing-for-chhath-puja-at-durgapur-barrage-dgtld-1.1230081#.X7QBLKk4WWQ.link

Leave a Reply