ASANSOLWest Bengal

ছটপূজার প্রাক্কালে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন শিক্ষক বিশ্বনাথ মিত্র

বেঙ্গল মিরর, আসানসোল:


ছটপূজার প্রাক্কালে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন ইষ্টার্ণ রেলওয়ে হায়ার সেকেণ্ডারী স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র ৷ তার উদ্যোগে আজ রেলপারের রামকৃষ্ণ ডাঙাল অঞ্চলে সাতাশটি অভাবী পরিবারকে ছটের পুজোসামগ্রী ছাড়াও খরনার জন্য গোবিন্দভোগের চাল, ছোলার ডাল এবং চিনি প্রদান করা হয় ৷ এছাড়াও ধাদকার তপসীবাবা মোড়ে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হয়ে যাওয়া পাঁচটি পরিবারের হাতে ছটপূজার যাবতীয় সামগ্রী এবং নগদ কিছু টাকাও বিশ্বনাথবাবুরা তুলে দেন ৷


এইদিন রামকৃষ্ণ ডাঙালে এই উপলক্ষ্যে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিশ্বনাথ মিত্র বলেন, তিনি দৈনিক হিন্দি দৈনিক জাগরণ পত্রিকার সাংবাদিক চন্দন গুপ্তর কাছ থেকে জানতে পারেন, করোনাজনিত আর্থিক মন্দার জন্য এইসব এলাকার বেশ কিছু মানুষের পকেটে টান পড়েছে ৷ এই পরিস্থিতিতে তার আবেদনে সাড়া দিয়ে চিত্তরঞ্জনের এস বি আই শাখার ব্রাঞ্চ ম্যানেজার সুজিত দেব স্বতঃস্ফূর্তভাবে এই সমস্ত মানুষের মুখে হাসি আনার জন্য যাবতীয় ব্যয়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন ৷


এ’দিন দেখা গেল ছটের আগে শুকনো নারকেল সহ ছটপূজার সামগ্রী এবং পুজোর খাদ্সামগ্রী পেয়ে খুব খুশী সুধাদেবী, আশাদেবী, উষা সিং-রা ৷ এদের বেশীরভাগ দিনমজুর ৷ লকডাউন পরবর্তী সময়েও এদের রোজগার তেমন নেই ৷ সঞ্জয় একটি পুলকার স্কুল বাসের খালাসী ৷ এখন বেকার হয়ে পড়ে আছেন ৷ তিনি সুজিতবাবুকে দূর থেকে প্রণাম করে জানালেন, ছটের আগে এইসব প্রয়োজনীয় সামগ্রী পেয়ে তাদের অনেক চিন্তা দূর করল ৷


আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিক দুনিয়া রায়, সাংবাদিক চন্দন গুপ্তা, মহীশিলার অ আ ক খ ক্লাবের সেক্রেটারী প্রসেনজিৎ দাশ প্রমুখ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *