সবাইকে হতবাক করে দিলেন বাবুল সুপ্রিয়
বাবুল সুপ্রিয় এবং তাঁর স্ত্রী রচনা সুপ্রিয় শর্মা এখন আসানসোল ভোটার
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : সবাইকে হতবাক করে দিলেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় বিরোধী দলের লোকদের বড় ধাক্কা দিয়েছেন। আসানসোলের এমপি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং তাঁর স্ত্রী রচনা সুপ্রিয় শর্মা এখন আসানসোল ভোটার হয়েছেন। এই কথা প্রকাশ্যে আসার পর এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক জল্পনা-কল্পনাও শুরু হয়েছে। নির্বাচন কমিশন প্রকাশিত নতুন তালিকায় দুজনেই আসানসোল উত্তর বিধানসভার ভোটার হয়েছেন। বাবুল সুপ্রিয় এর আগে কলকাতার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের ভোটার ছিলেন।
বলিউডের সাথে তাঁর সখ্যতার কারণে বাবুল সুপ্রিয় দীর্ঘদিন মুম্বইয়ে ছিলেন। একই সাথে আসানসোল থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর তিনি দিল্লিতে রয়েছেন। তাকে নিয়ে জল্পনা ছিল যে তিনি আসানসোলের মধ্যে থাকতে পারবেন না। তবে হঠাৎ এখানে ভোটার তালিকায় নিজের নাম এবং তার স্ত্রীর নাম রেজিস্ট্রেশন করে তিনি এই বার্তা দিয়েছেন যে আসানসোলের জন্য তার আলাদা পরিকল্পনা রয়েছে। এখন পরবর্তী তিনি কি করবেন সেটি কেবলমাত্র সময় বলে দেবে। আসানসোল ভোটার হওয়ায় বিজেপি সমর্থকরা রীতিমত উৎসাহিত।