BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

নাট্য সেনা 60 বছরে পদার্পণ করল

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা ঃ বারাবনি ব্লকের দোমোহানি বাজার নাট্য সেনা পক্ষ থেকে আজ সাতাশে মার্চ বিশ্ব নাট্য দিবস পালন করা হলো সেমিনারের মাধ্যমে নাট্য সেনার কার্যালয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিরা আর নাটকের লেখক আভাস ভট্টা চার্য দেবাংশু দাস অর্ঘ্য চক্রবর্তী ভাস্কর মুখার্জি রুদ্রপ্রসাদ চক্রবর্তী মন্মত নাথ দজ সুবল সখা কর্মকার বিশিষ্ট শিক্ষক কল্লোল চন্দ্র
নাট্য সেনার পরিচালক প্রদীপ সাধু প্রমুখ।


Leave a Reply