ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANKULTI-BARAKAR

হারিয়ে যাওয়া সোনার নেকলেস ঘণ্টা খানেকের মধ্যে খুঁজে দিলো পুলিশ

বেঙ্গল মিরর, আসানসোলঃঃ করোনার প্রাক্কালে সাধারণ মানুষ বিভিন্নভাবে আর্থিক সংকটের মধ্যে পড়েছে। ঠিক সে সময় এক মহিলার হারিয়ে যাওয়া নেকলেস কয়েক ঘন্টার মধ্যেই খুঁজে তার হাতে তুলে দেওয়া হয় রুপনারায়নপুর ফাঁড়ির পক্ষ থেকে। হারিয়ে যাওয়া নেকলেস ফিরে পেয়ে ওই মহিলা যে কতটা আনন্দিত হলো তা ওই মহিলাকে না দেখলে বোঝা যাবে না। শুক্রবারবিকেলে এই ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার অন্তর্গত রূপনারায়নপুর ফাঁড়ি এলাকায়।।

পুলিশের পক্ষ থেকে পাওয়া ছবি।


ঘটনা প্রসঙ্গে জানা যায়, আসানসোল থেকে রুপনারায়নপুর এ নিজের বাবার বাড়ি গিয়েছিলেন মিঠু দত্ত পাল নামক এক মহিলা। পাশেই ক্যাবলস এর ড্যামের ছট ঘাট হয়েছিল। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে গিয়েই হয় বিপত্তি। হারিয়ে যায় তার 45 গ্রাম ওজনের নেকলেস। সোনার নেকলেস হারিয়ে যাওয়ায় তিনি কান্নাকাটি শুরু করে দেন রাস্তার মধ্যে। ঐ নেকলেসটি খোঁজা শুরু করে দেয় রুপনারায়নপুর ফাঁড়ির পুলিশ কর্মীরা। কর্তব্যরত পুলিশ কর্মীরা খুঁজে পেয়ে যান ওই নেকলেসটি। তারপর এই নেকলেসটি তুলে দেন মিঠুর হাতে। আর এটা পেয়েই আনন্দে আটখানা হয়ে যায় মিঠু। পুলিশের এই ভূমিকায় মিঠুর পরিবারের সকলে এবং এলাকার স্থানীয় বাসিন্দারা অত্যন্ত খুশি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *