বিজেপি শাসিত রাজ্যের তুলনায় এ রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্য অনেক উন্নত : মলয় ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : “শিক্ষা এবং স্বাস্থ্য এই দুই ক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যের থেকে তুলনামূলভাবে বাংলা অনেক উৎকৃষ্টতম স্থানে রয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসনকালে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন এবং বিভিন্ন ক্ষেত্রে প্রচুর উন্নয়ন হয়েছে” শনিবার উক্ত মন্তব্য আসানসোলের কল্যাণপুরে শুভম কমিউনিটি হলে প্রগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৫৯তম ন্যাশনাল ফার্মাসি উইক ২০২০ উদযাপনের সময় এই মন্তব্য করলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক।
তিনি বলেন রাজ্যে ইএসআই হাসপাতালের পরিস্থিতি অনেক খারাপ ছিল যা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর হাসপাতালের প্রভূত উন্নয়ন করা হয়েছে। বেডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
ফার্মাসিস্টরা কর্মক্ষেত্রে প্রতিদিন বহু পরিমাণ মানুষের সংস্পর্শে আসেন। করোনা মহামারী পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা ভীষন তৎপর হয়ে কাজ করেছেন, যার কারণে করোনার প্রভাব পশ্চিমবঙ্গে সেভাবে পড়েনি।
মন্ত্রি মলয় ঘটক ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান তথা আসানসোল দক্ষিণ বিধায়ক তাপস ব্যানার্জি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: অশ্বিনী কুমার মাজি, আসানসোল জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ড: নিখিল চন্দ্র দাস,ইএসআই হাসপাতালের সুপারিনটেনডেন্ট ড: অতনু ভদ্র, ড: পি এস গুপ্ত, সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক দিব্যেন্দু রায়,প্রগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি দীপক বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক বিজয় বিশ্বাস,প্রগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য আহ্বায়ক উৎপল পান্ডা,যুগ্ম আহ্বায়ক অভিষেক দাস প্রমুখ। ।
বস্তুত উল্লেখযোগ্য ১৬ই নভেম্বর থেকে ২৩ শে নভেম্বর সারাদেশে পালিত হচ্ছে ন্যাশনাল ফার্মাসি উইক।
এবারের থিম ছিল: “ফার্মাসিস্টস ফ্রন্টলাইন হেলথ প্রফেশনাল”।
ওই অনুষ্ঠানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে ৬ জন রক্তদাতা রক্তদান করেন।
ওই অনুষ্ঠানে উপস্থিত ড: পি এস গুপ্ত, ফেডারেশনের রুমেলি দাস মুখার্জী , গৌতম চ্যাটার্জী, মৃণাল বাজপেয়ী, প্রগ্রেসিভ ফার্মাসিস্ অ্যাসোসিয়েশনের রাজ্য আহ্বায়ক উৎপল পান্ডা, বিশ্বজিৎ সাই, অসীম চ্যাটার্জী ছাড়াও প্রচুর সংখ্যায় বিভিন্ন জায়গা থেকে ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।