BARABANI-SALANPUR-CHITTARANJAN

সৌমিত্র চট্টোপাধ্যায় সহ স্থানীয় কবি ও সাহিত্যিকদের স্মরণ সভা

বেঙ্গল মিরর ,বারাবনি,মনোজ শর্মা :-
দোমোহানি বাজার নাট্য সেনা ভবনে হয়ে গেল শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভা। কয়েক দিন আগে সিনেমা জগতের কিংবদন্তি নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় এবং এরই সঙ্গে আরও তিনজনকে সম্মানিত করা হয়। ইনারা শান্তিময় বন্দ্যোপাধ্যায়, কবি সাহিত্যিক আর নাট্যব্যক্তিত্ব প্রাণতোষ মন্ডল, ও প্রসেনজিৎ বর্ধন ।এই 4 জনেরই স্বরণসভা হয়ে গেল নাট্য সেনার ভবনে। উপস্থিত ছিলেন নাট্য সেনার সভাপতি মন্মত নাথ নিমাই মিত্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পার্থসারথি মুখার্জি কাজী রেজাউল করিম প্রদীপ সাধু তাপস সেন সুবল সখা কর্মকার প্রিয়নাথ চট্টোপাধ্যায়।।

স্মরণ সভায় উপস্থিত অতিথিবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *