ASANSOLLatestRANIGANJ-JAMURIA

বোলেরো ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ রানিগঞ্জে

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জি, রানিগঞ্জ: রবিবার সকাল 11 টা নাগাদ রানীগঞ্জের পাঞ্জাবীমোড় লাগোয়া 60 নম্বর জাতীয় সড়কে একটি বোলেরো নিয়ন্ত্রন হারিয়ে একটি টোটো কে ধাক্কা মেরে রানীগঞ্জ অভিমুখে আসা একটি মিনি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় মিনি বাসের পেছনে থাকা 2 বাইক দুর্ঘটনার কবলে পড়ে । একইসাথে মিনিবাসে থাকা পাঁবোলেরো চালক এই ঘটনায় আহত হয় পিকআপ ভ্যানটি রাণীগঞ্জ থেকে পাঞ্জাবীমোড় অভিমুখে যাচ্ছিল সেই সময় সে সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে এই দুর্ঘটনা।

ঘটনার বিষয়ে স্থানীয়রা লক্ষ্য করে পুলিশ প্রশাসনের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় জানা গেছে বাসে থাকা এক শিশু ও বোলেরো চালক এর অবস্থা আশঙ্কাজনক রয়েছে তাদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। এদিনের এই ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় 60 নম্বর জাতীয় সড়কের ওইস্থানে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাভাবিক করে যান চলাচল। ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে এসে পৌঁছান রানীগঞ্জের বিধায়ক রুনু দত্ত তিনি দাবি করেন বারংবার বিধানসভায় রানীগঞ্জের রাস্তার সমস্যা নিয়ে বলার পরও কোন উদ্যোগ গ্রহণ করেনি সরকার রানীগঞ্জের বাইপাস রোড কে সম্প্রসারণের জন্য বারংবার দাবি করা হয়েছে অথচ রানীগঞ্জে প্রত্যহই গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এর ফলে দুর্ঘটনা রানীগঞ্জের নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে তা রোখা যেতে পারে একমাত্র বাইপাস রোড নির্মাণের পড় অথচ বারংবার এ নিয়ে দাবি জানালেও কোন ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করেনি রাজ্যের শাসক দল বলেই দাবি করেন তিনি তার বক্তব্যে।

যদিও ঘটনাস্থলেই সে পথ দিয়ে যাওয়া রানীগঞ্জের বোরো দপ্তর এর দায়িত্বে থাকা পূর্ণশশী রায় জানান রাস্তা চওড়া করার কাজ পৌরসভা ইতিমধ্যেই করেছে যার ফলে দুর্ঘটনায় অনেকটা রাস টানা সম্ভব হয়েছে, আগামীতেও সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছে তিনি রুনু দত্তর কথাকে উড়িয়ে দিয়ে তাচ্ছিল্যের স্বরে জানান করোনাকালে রুনু দত্ত কোথায় ছিলেন। রবিবারের এই দুর্ঘটনায় রাজনৈতিক চাপানউতোর চলে আসায় রানীগঞ্জের রাস্তার যে বেহাল অবস্থায় রয়েছে টা পারস্পরিক কথাবার্তাতেই আরো একবার স্পষ্ট হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *