ASANSOL

দুজন কলেজ ছাত্রের উদ্যোগে রক্তদান

বেঙ্গল মিরর, রাজা ব্যানার্জি, আসানসোল। দুজন কলেজছাত্র প্রধানত উদ্যোগে উমপুনে ক্ষতিগ্রস্তদের কাছে  গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়ার পর করোনাতে নিজেদের ব্যক্তিগত টিফিনের অর্থ থেকেই বেশ কিছু মানুষকে খাবার পৌঁছে দিয়েছিল। এবার সেই দুই ছাত্র আসানসোল বিবি কলেজের রুপ নারায়ণপুরের বাসিন্দা সৌরভ ঠাকুর এবং চিত্তরঞ্জনের সুমন ব্যানার্জি বৃহস্পতিবার বন্ধের দিন স্বেচ্ছায় রক্তদান করবেন বলে ঠিক করেন। যেহেতু তাদের নিজস্ব কোন সংগঠন নেই তাই মুক্তাইচন্ডি আনন্দমেলা সমিতির নামে বৃহস্পতিবার নান্দনিক হলে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের শিবিরে সব মিলিয়ে পনের জন রক্ত দান করলেন। যাদের মধ্যে বেশিরভাগই  কলেজ থেকে পাস করেছেন বা বিভিন্ন কলেজে পড়ছেন।

 সৌরভ জানায় তারা তাদের ব্যক্তিগত সামান্য যেটুকু সঞ্চিত অর্থ তা দিয়ে যেমন করোনার সময় দুস্থদের পাশে বা ২৪ পরগনায় গিয়ে উমপুনে সাহায্য করে এসেছেন, তেমনি এখানে তাদের হঠাৎ মনে হয়েছে যে আমাদের রাজ্যজুড়ে রক্তের সংকট চলছে ।সেই সময় তারা যদি অন্তত কয়েক জন রক্ত দিতে পারেন তাহলে কিছু মানুষ উপকৃত হবেন । জীবনে প্রথমবার রক্ত দিলেন বাঁকুড়া খ্রিস্টান কলেজ এর ছাত্রী এবং স্থানীয় রুপনারায়নপুরের বাসিন্দা সুচন্দ্রা শীল। সূচন্দ্রা জানাই আজ ওদের আহবানে এখানে এসে প্রথম রক্ত দিয়ে ভীষণ আনন্দ হচ্ছে এবং নিশ্চয়ই আরো মানুষকে রক্তদানে উৎসাহিত করার চেষ্টা করব। ওদের এই কাজে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জেলা সমন্বয় সমিতির রক্তদান সংগঠনের সভাপতি তপন মাহাতা, সমাজকর্মী বিশ্বদেব ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্য কৈলাস পতি মন্ডল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *