অরিজিৎ ই শেষ পর্যন্ত হলেন BJYM জেলা সভাপতি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : ভারতীয় জনতা যুব মোর্চা (BJYM) রাজ্যের বিভিন্ন জেলার সভাপতির নাম ঘোষণা করেছে। অরিজিৎ রায় আবার BJYM আসানসোল জেলা কমিটির সভাপতি পদে নিয়োগ পেয়েছেন। জেলা বিজেপি নেতৃত্ব সুধা দেবী, প্রশান্ত চক্রবর্তী প্রমুখ অরিজিৎকে আবারও জেলা সভাপতি হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।
বস্তুত এর আগেও তার নাম ঘোষণা হয়েছিল। কিন্তু কোনো অজ্ঞাত কারণে বিজেপি রাজ্য সভাপতির একটি নির্দেশিকা জারি করে তা স্থগিত রাখেন।
আর এরই মাঝে কয়েকদিন আগে অরিজিৎ রায়কে যাতে পুনরায় যুব মোর্চা জেলা সভাপতি যাতে না করা হয় সে বিষয়ে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব কে উদ্দেশ্য করে আসানসোলে জেলার ব্লক সভাপতিদের একাংশের একটি চিঠি প্রকাশ্যে আসে। যদিও ওই চিঠির ব্যাপারে রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায় সংবাদমাধ্যমকে শাসক দলের ফেক এজেন্ডা বলেন।
BJYM জেলা সভাপতি
আবার জেলা সভাপতি হওয়ার বিষয়ে অরিজিৎ রায় বলেন যে দল তার প্রতি আস্থা রেখেছে। এখন তার প্রথম টার্গেট ২০২১ সালের বিধানসভা নির্বাচন। এতে যুবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি বুথে সংগঠন জোরদার করা হবে যাতে ২০২১ সালে সুশাসন আনতে বিজেপি সরকার গঠিত হয়।
https://bengalmirrorthinkpositive.com/2020/11/arijit-asansol-bjym/