গেরুয়া শিবিরের রাজ্যের আইনজীবীদের গুরুত্বপূর্ন অংশকে বিধানসভা নির্বাচনের আগে পাশে নেওয়ার আহ্বান
কলকাতায় আইনজীবীদের পক্ষ থেকে রাজ্যে বিচারবিভাগ ও মানবাধিকার সক্রান্ত আলোচনা ও বিজয়া সম্মিলনীতে উপস্থিত দেবশ্রী চৌধুরী, তথাগত রায়, অগ্নিমিত্রা পল
By Souradipto Sengupta
বেঙ্গল মিরর, কলকাতা : কলকাতায় মতিলাল নেহেরু রোডে দেশপ্রিয় পার্কের কাছে লোকনাথ ভবনে আইনজীবীদের পক্ষ থেকে একটি বিজয়া সম্মিলনী ও আলােচনা সভার আয়ােজন করা হয়। ওই অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ” বিচার বিভাগ ও মানবাধিকার পশ্চিমবঙ্গে “।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ভারত সরকারের নারী ও শিশু কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের পূর্ব ক্ষেত্র পরিচালক অজয় নন্দী, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল, কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্যাণ কুমার চক্রবর্তী, কলকাতা হাইকোর্টের আইনজীবী লোকনাথ চ্যাটার্জী, এছাড়া ফুটবল খেলোয়াড় তথা ক্রীড়াবিদ ও বিজেপি নেতা কল্যাণ চৌবে, ড: চন্দন দত্ত, ড: গৌতম কর, আসানসোল কোর্টের আইনজীবী রাজেশ তিওয়ারি ছাড়াও সমাজের বিশিষ্টজন ও আইনজীবীরা ।
ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ রাজ্য প্রশাসন। এমনকি রাজ্যে সাধারণ মানুষ থেকে রাজ্যপালের বলার অধিকার হরণ করা হচ্ছে। রাজ্যপাল বনাম সরকার সংঘাত মাঝে মাঝে মধ্যে অপ্রীতিকর জায়গায় পৌঁছচ্ছে যা সংবিধান বা রাজনীতি কোনোটির ক্ষেত্রেই কাম্য নয়।
এদিকে অগ্নীমিত্রা পল সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে বেশকিছু নারীদের ওপর হওয়া অত্যাচারের বিবরণ তুলে ধরেন এবং সেগুলির ক্ষেত্রে রাজ্য প্রশাসনের তদন্তের গাফিলতির এবং ঢিলেঢালা মনোভাবের কথাও বলেন।
এদিকে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন যারা রিট করেন বা ক্রিমিনাল আপিল করেন তাদের অবশ্যই প্রয়োজন রয়েছে কিন্তু এরই সঙ্গে সাম্প্রতিক পশ্চিমবঙ্গে ঘটনার দিকে লক্ষ্য করলে প্রাসঙ্গিকভাবে বেশি করে ফৌজদারি ট্রায়াল কোর্টে প্র্যাকটিস করা ভীষণ প্রয়োজন। এছাড়া তাঁর আইনের বই ঘেঁটে এটা মনে হয়েছে রাজনৈতিক বা অন্য কোনো কারণে পুলিশ যদি ফলস কেস দেয় তাহলে পুলিশের বিরুদ্ধে আইপিসি ২১৮, ২১৯ এবং ২২০ ধারায় মামলা করা যায়।
রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের পূর্ব ক্ষেত্র পরিচালক অজয় নন্দী কোনো রাজনৈতিক বক্তব্য তুলে না ধরলেও সাম্প্রতিককালে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার লংঘনের বিষয়টি তুলে ধরেন এবং সমস্ত অভিবক্তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনজীবী লোকনাথ চ্যাটার্জী, এছাড়া কল্যাণ চৌবে প্রমুখ।
যদিও অরাজনৈতিক মঞ্চ অনুষ্ঠান মঞ্চস্থ করা হয়েছে কিন্তু ওই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানকে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের রাজ্যের আইনজীবীদের গুরুত্বপূর্ন অংশকে বিধানসভা নির্বাচনের আগে পাশে নেওয়ার আহ্বান বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।