Bengali NewsPANDESWAR-ANDAL

পাণ্ডবেশ্বরে রক্তদান শিবিরের উদ্ধবোধন করলেন বিধায়ক

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বর ঃ রবিবার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বৈদ্যনাথপুর নীচু পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি রক্তদান শিবিরের উদ্বোধন করেন।

এ উপলক্ষে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন যে যখনই রক্তের প্রয়োজন হয়, মানুষ কে রক্তদান করে এর ঘাটতি মেটাতে হয়। কারণ রক্তের বিকল্প নেই। সমাজের বিভিন্ন সংস্থা নিঃস্বার্থভাবে রক্তদান শিবিরের আয়োজন করে, তাদের এর বদলে কোনও আশা থাকে না। বরং তারা নিঃস্বার্থভাবে সমাজসেবার জন্য রক্তদান করেন। এতে তাদের কাজের গুরুত্ব আরও বেড়ে যায়। যারা নিঃস্বার্থভাবে সাধারণ জনগণ ও সমাজের সেবা করেন, এই ভাল কাজ কে সাধুবাদ জানাই । তাদের ভাল কাজগুলিতে আমার সীমিত ক্ষমতায় যত সম্ভব সহায়তা করবো।

blood camp pandeswar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *