ASANSOLASANSOL-BURNPUR

জেলা হাসপাতালে 2 টাকায় বিশুদ্ধ পানীয় জল, Water ATM উদ্বোধন করলেন মন্ত্রী মলয়

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : সোমবার আসানসোল জেলা হাসপাতালে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক মলয় ঘটক ফিতে কেটে ওয়াটার এটিএম Water ATM উদ্বোধন করেন। উদ্বোধনের পর মন্ত্রী মলয় ঘটক বলেন যে জলের এটিএম মেশিনটি জেলা হাসপাতালে আসা রোগীদের এবং রোগীদের পরিবারের সুবিধার্থে বসানো হয়েছে। দুই টাকার কয়েন মেশিনে রাখলে এক লিটার বিশুদ্ধ পানীয় জল পাওয়া যাবে। এক লিটার বিশুদ্ধ পানীয় জল ১৫ থেকে ২৫ টাকায় বাজারে পাওয়া যায়।

তিনি বলেন যে পিএইচই বিভাগের সহযোগিতায় আসানসোল জেলা হাসপাতালে ওয়াটার এটিএম বসানো হয়েছিল।তিনি জানান, আসানসোলের অন্য এক জায়গায় একটি ওয়াটার এটিএম মেশিন বসানো হয়েছে। একই সঙ্গে তিনি বলেন যে তিন-চার জায়গায় ওয়াটার এটিএম মেশিন বসানোর কাজ চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, পিএইচই বিভাগের আধিকারিকগণ এবং সহকারী সুপাররা উপস্থিত ছিলেন। হাসপাতাল চত্বরে জলের এটিএম বসানোর ফলে স্থানীয় লোকজন ও রোগীদের পরিবার পরিজনেরা আনন্দ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *