দু পয়সার সাংবাদিক
বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য ‘ দু পয়সার সাংবাদিক’ নিয়ে রাজ্যজুড়ে সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। কলকাতা প্রেস ক্লাব থেকে বিভিন্ন জেলা পর্যায়ের সংগঠনের পক্ষ থেকে নিন্দা করা হচ্ছে এবং তৃণমূল সাংসদের এরূপ মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানানো হচ্ছে। অন্যদিকে আসানসোল সাংবাদিক ও গায়ক তারক চট্টোপাধ্যায় এ নিয়ে একটি সুন্দর গান গেয়েছেন। এতে তিনি দুই পয়সা সাংবাদিকদের জন্য তাঁর পেশাকে গর্বিত বলে বর্ণনা করেছেন। তাঁর এই গান পুরো ঘটনাকে কঠোরভাবে আঘাত করছে।
বলা হচ্ছে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র নদিয়ার দেউলিতে দলীয় সভায় বক্তব্য রাখছিলেন। তিনি দাবি করেন যে এটি একটি রুদ্ধদ্বার বৈঠক ছিল, তবে ঘটনাস্থলের বাইরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মাইক্রোফোন লাগানো হয়েছিল। প্রথমে তিনি এক সাংবাদিককে সভা থেকে রায় বলে বেরিয়ে যেতে বলেন যে এটি দলের অভ্যন্তরীণ বৈঠক। তারপরে তাকে মাইক্রোফোনে বলতে শোনা যায় ” কে এই দু পয়সার সাংবাদিকদের অনুষ্ঠানের ভিতরে আসতে অনুমতি দিল।” আর এটি প্রকাশ্য আসার পরেই পুরো রাজ্যেই তোলপাড় শুরু হয়ে যায়।