বিজেপির “আর নয় বেকারত্ব” কর্মসূচী উদ্বোধন
বেঙ্গল মিরর,আসানসোল , সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্যস্তরে “আর নয় বেকারত্ব” কর্মসূচী উদ্বোধনের পর ৭৫ লক্ষ বেকারের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলা কার্যালয়ে উদ্বোধন হলো “আর নয় বেকারত্ব কর্মসূচি”। এদিন যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জী, পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি লক্ষণ ঘড়ুই, বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি অরিজিৎ রায় এর উপস্থিতিতে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে শিক্ষিত যুবকদের আর ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না বলে এদিন এই অনুষ্ঠান থেকে দাবি করা হয়।
উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক শিবরাম বর্মন। বলা হয় পশ্চিমবঙ্গ ও বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতি বাঁচাতে পরিবর্তনের জন্য 9727294294 নম্বরে মিসড কল দিয়ে বিজেপির সদস্য হতে।
এছাড়া বিজেপির পক্ষ থেকে এদিন জেলা দপ্তরে কর্মসূচি উদ্বোধনের পরেই আসানসোল কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডে
চাঁদমারি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আর” নয় বেকারত্ব” কর্মসূচির অধীন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেন বিজেপির
যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জী,জেলা যুব মোর্চার সভাপতি অরিজিৎ রায়, জেলার সহ সভাপতি অপূর্ব হাজরা, প্রশান্ত চক্রবর্তী, জেলার সম্পাদক সুধা দেবী, সাংসদ প্রতিনিধি নীলু হাজরা প্রমুখ। বাড়ি বাড়ি গিয়ে তারা বলেন যে তাদের দল ক্ষমতায় এলে ওই সমস্ত ফর্ম যারা ফিল আপ করবেন তাদের যোগ্যতা বিচার করে কর্মসংস্থানের নির্দিষ্ট জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।