BARABANI-SALANPUR-CHITTARANJANPolitics

আর নয় অন্যায় কর্মসূচি বারাবনিতে

বেঙ্গল মিরর, বারাবনি থেকে মনোজ শর্মা রিপোর্ট বারাবনি ব্লকের বিজেপির পক্ষ থেকে আজ বারাবনি রেলগেট আর মাঝিয়ারা মরে আর নয় অন্যায় এ কর্মসূচি পালন করা হলো এবং পথ চলতে মানুষের হাতে একটি করে লিফলেট বিতরণ করা হলো উপস্থিত ছিলেন বসিরহাট বিজেপি নেতা স্বপন রায় কেষ্ট পদ্মনাথ গোস্বামী বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সুজিত মন্ডল বিজেপির মহিলা নেত্রী সুজাতা মাঝি ।

Leave a Reply