তৃণমূল মাধ্যমিক শিক্ষক কমিটির পক্ষ থেকে ডিআই কে স্মারকলিপি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক কমিটির পক্ষ থেকে জেলা সভাপতি রাজীব মুখোপাধ্যায়ের নেতৃত্বে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে ডিআই ( সেকেন্ডারি)- কে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
দাবিদাওয়ার মধ্যে মুখ্যত ছিল বেসরকারি স্কুলের শিক্ষকদের এরিয়ার স্যালারি চালু করা, সরকারি স্কুলের শিক্ষকদের বকেয়া এরিয়ার প্রদান,দু বছর চাকরির পর শিক্ষকদের নিয়োগ সুনিশ্চিত করা, মৃত কর্মীর বদলে প্রাপ্ত চাকুরি পাওয়া অশিক্ষক কর্মীদের মাধ্যমিক বোর্ড দ্বারা চাকরির নিয়োগপত্র প্রদান, গ্রুপ সি এবং ডি পদের অশিক্ষিক কর্মীদের অন লাইন মিউচুয়াল ট্রান্সফার প্রভৃতি।
স্মারকলিপি দেওয়ার ক্ষেত্রে জগদীশ চ্যাটার্জী রামপ্রকাশ ভট্টাচার্য সুমিত রাই, দিব্যেন্দু সাহা, মুকেশ ঝা, মোহাম্মদ শামীম, মহেশ বিন্দ, প্রদীপ বাবরি প্রমুখ উপস্থিত ছিলেন।