44 লক্ষ টাকা দিয়ে হবে রাস্তা
বেঙ্গল মিরর, বারাবনি থেকে মনোজ শর্মা রিপোর্ট : বারাবনি ব্লকের নুনী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আসনবনী মোড় থেকে চটি রানীগঞ্জ নতুন রাস্তার নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এবং এই রাস্তা খরচের ব্যয় করা হচ্ছে 44 লক্ষ টাকা খুব শীগ্রই রাস্তার কাজ হবে আরও জানালেন আরও বিভিন্ন জায়গায় রাস্তার কাজ আমরা চালু করব কিছুদিনের মধ্যেই যাতে গ্রামগঞ্জে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকে এবং মানুষ কোন যাতায়াতের কষ্ট না পায় উপস্থিত ছিলেন বুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েতের সদস্যরা ।



