বীরপুরুষ গোবর্ধন দিকপতি বাউরীর পূর্ণ মূর্তি উদ্বোধন
বেঙ্গল মিরর, বারাবনি থেকে মনোজ শর্মা রিপোর্টঃ বারাবনি ব্লক পশ্চিমবঙ্গ বাউরি জাতি বিকাশ সং পক্ষ থেকে পাঁচগাছিয়া পূর্বপুরুষ গোবর্ধন দিকপতি বাউরি 1753 সালে মেদিনীপুর জেলার কর্ণগড় নামক স্থানে তৎকালীন অত্যাচারী জমিদার এবং ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন প্রথম স্বাধীনতা সংগ্রামের লড়াই আজ তার পাঁচগাছিয়া বীরপুরুষ গোবর্ধন দিকপতি বাউরী একটি পূর্ণ মূর্তি আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল।
উদ্বোধন করেন গায়ক শিল্পী রতন কাহার ও নন্দদুলাল বাউরী এছাড়াও পশ্চিমবঙ্গ বাউরি জাতি সংঘের coordinator বরুণ বাউরী
উপস্থিত ছিলেন বিপদ বাউরি লক্ষণ বাউরী দীপক দুলে এছাড়াও দু’দিনব্যাপী নানান ধরনের নাচ গান ভাদু কাঠি নাচ এইসব অনুষ্ঠান চলবে ।