ASANSOLBengali NewsKULTI-BARAKAR

দিশা জনকল্যাণ কেন্দ্রের দুঃস্থ পড়ুয়াকে শীতের সোয়েটার প্রদান

বেঙ্গল মিরর, রাজা ব্যানার্জি ও সৌরদীপ্ত সেনগুপ্ত, সীতারামপুর: সীতারামপুরের লছিপুর অঞ্চলে আজ এক অনুষ্ঠানে “হেল্প ফর সীতারামপুর গ্রুপ” (help for Sitarampur)এর তরফে দিশা জনকল্যাণ কেন্দ্রের নব্বই জন দুঃস্থ পড়ুয়াকে শীতের সোয়েটার প্রদান করা হয় ৷ এই গ্রুপের প্রধান উদ্যোক্তা ইষ্টার্ণ রেলওয়ে হায়ার সেকেণ্ডারী স্কুলের শিক্ষক এবং সমাজসেবী বিশ্বনাথ মিত্র বলেন, এখানে যেসব শিশুরা পড়াশুনা করে বেশীরভাগ অত্যন্ত গরীব পরিবার থেকে আসে ৷ এছাড়া বর্তমানে করোনা আবহে যৌনকর্মী এবং অন্যান্য খেটে খাওয়া মানুষদের রোজগার অত্যন্ত কমে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে ৷ তাই এই শীতে বাচ্চারা যাতে গরম পোষাক পায় তা নিয়ে আমেরিকায় ভার্জিনিয়া USA VIRGINIA প্রদেশে ফেয়ারফ্যাক্স FAIRFAX শহরে এই গ্রুপের প্রবাসী ভারতীয় NRI সদস্যরা গুরুত্ব সহকারে ভেবেছিলেন ৷ তাদের আবেদনে সাড়া দিয়ে ভার্জিনিয়া প্রদেশেরই বিখ্যাত CMCI কোম্পানির কর্ণধার পুলক চক্রবর্তী PULAK CHAKRABORTY সমস্ত ব্যয় বহন করেছেন ৷


এদিকে আমেরিকায় ডিসেরগড়ের বাসিন্দা পল উপাধ্যায়ের paul upadhyay সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলকবাবু এই গ্রুপকে মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়েছেন ৷ এই টাকায় সোয়েটার ছাড়াও নভেম্বর মাস থেকে জানুয়ারী অবধি দিশার একশো জন দুঃস্থ ছাত্রছাত্রীকে প্রতিদিন মধ্যাহ্নভোজনের জন্য বরাদ্ধ করা হয়েছে ৷ এর সংগে শিক্ষাদানও চলবে এই অর্থে ৷ উল্লেখ্য, গত আগষ্ট মাস থেকে দিশায় প্রতিদিন পুষ্টিকর এবং রকমারী দুপুরের খাবার রান্না করে খাওয়ানো চলছে ৷ পুজোর সময় অন্তত একশো কুড়িজন এলাকার বাচ্চাদের জামা এবং জুতোও দেওয়া হয়েছিল ৷


দিশার সহসচিব দেবব্রত অধিকারী জানালেন, করোনার এই সংকটজনক অবস্থায় ‘হেল্প ফর সীতারামপুর’ দিশার পড়ুয়াদের সার্বিক উন্নতির জন্য যেভাবে এগিয়ে এসেছেন তা অতুলনীয় ৷
আজকের সোয়েটার বিতরণটি সুষ্ঠভাবে সামলান দিশার কর্মকর্তা রজনী দাশ ৷ বিশ্বনাথবাবুরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মহাদেব মাজি, অতনু চক্রবর্তী, প্রসেনজিৎ দাশ, পিন্টু সাহা,টুম্পা সিনহা অভিষেক ঠাকুর প্রমুখ

এইদিন সোয়েটার পেয়ে দীপা,চুমকি, মুশকান, সাহিল, বিকিদের আনন্দে আত্মহারা দেখা গেল ৷ সবশেষে সবাইকার হাতে মিষ্টির প্যাকেটও দেওয়া হয় ৷

Leave a Reply