ASANSOLBengali News

মানবাধিকার সংগঠন অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের ” আরোগ্য” ,দুঃস্থ মানুষদের ফ্রি মেডিক্যাল পরীক্ষা ও ঔষধ বিলি

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২০ ডিসেম্বরঃ মানবাধিকার সংগঠন অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের নতুন ভাবনা ” আরোগ্য ” র মাধ্যমে রবিবার সকালে আসানসোল স্টেশন রোডের ১৩ নং মোড়ে এক ফ্রি মেডিক্যাল পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। তিন চিকিৎসক সেই শিবিরে আসা অনেক মানুষ দের স্বাস্থ্য পরীক্ষা করেন। তাদেরকে বিনামূল্যে ঔষধও দেওয়া হয়। ছিলেন তিন চিকিৎসক ডাঃ মহাদেব মাজি, ডাঃ এস এন বন্দোপাধ্যায় ও ডাঃ রাহুল দাস। এছাড়াও ছিলেন সংগঠনের চেয়ারম্যান বুম্বা মুখোপাধ্যায় ও মহিলা শাখার সভাপতি তৃপ্তি চট্টোপাধ্যায়, মীঠু মুখার্জি সহ অন্যান্যরা।


চেয়ারম্যান বলেন, আরোগ্য হচ্ছে দুঃস্থ, গরীব ও অসহায় মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়া । ডাক্তারদের একটি বিশেষ দল এখানে আসা মানুষ দের পরীক্ষা করে চিকিৎসার পরামর্শ দেন। পরে চিকিৎসকদের বলা মতো বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।


“আমাদের লক্ষ্য আশ্রয়হীন মানুষের মধ্যে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা। স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরি করা। আমরা এইকর্মসূচি চালিয়ে যাবো। অসহায় সহায় সম্বলহীন মানুষ গুলি যাতে ভালোভাবে বাঁচতে পারেন এটা আমাদের লক্ষ্য।

Leave a Reply