আবার সোশাল মিডিয়ায় পোস্ট জিতেন্দ্র তেওয়ারির, দিদির সঙ্গে থাকার কথা জানিয়ে বার্তা দিলেন বিরুদ্ধ গোষ্ঠীকে
বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৪ ডিসেম্বরঃ ২৪ ঘন্টার মধ্যে আবার সোশাল মিডিয়ায় পোস্ট করলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। বুধবার দুপুরে তিনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে রাজনীতিতে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। তবে কোন দলে তার কোন স্পষ্ট বার্তা দেননি আসানসোল পুরনিগমের পুর প্রশাসক ও তৃনমুল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতির পদ ছেড়ে দেওয়া জিতেন্দ্র তেওয়ারি।











তার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আরো একটা পোষ্ট করলেন পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। ইংরেজিতে লেখা সেই পোস্টে লিখেছেন, ” আই ওয়াস উইথ দিদি, আই এম উইথ দিদি, এন্ড আই উইল বি উইথ দিদি, এন্ড দোস হু আর মেকিং কনফিউশান উইল বি এগেন ডিসএপোয়নটেড “। যার বাংলা তর্জমা করলে হয়, ” আমি দিদির সঙ্গে ছিলাম, দিদির সঙ্গে আছি, দিদির সঙ্গে থাকবো। আর যারা বিভ্রান্ত করছেন আবার তারা হতাশ হবেন। ” রাজনৈতিক মহল এদিনের জিতেন্দ্র তেওয়ারির এই পোষ্ট নিয়ে নতুন ইঙ্গিত পাচ্ছেন।



বুধবারের মতোই তারা বলছেন, এদিনের পোস্ট করে তিনি নিজের দলের বিরুদ্ধ গোষ্ঠীকে বার্তা যে দিলেন, তা একবারে পরিষ্কার। কেন না তিনি দল ও দলের দেওয়া পদ ছাড়ার পরে, তৃনমূল কংগ্রেসের নিচুতলার নেতা ও কর্মীরা প্রকাশ্যে ও সোশাল মিডিয়ায় নানা মন্তব্য করেছিলেন। জেলা স্তরের নেতারাও মন্তব্য করেছিলেন। কিন্তু জিতেন্দ্র তেওয়ারি ২ দিনের মধ্যে দলে ফিরে আসার পরে, তারা আর কোন মন্তব্য করেননি। আপাততঃ জিতেন্দ্র তেওয়ারি পুরনিগমের কাজ ও দলের কর্মকাণ্ড থেকে দূরে আছেন। দল নতুন করে তাকে কিছু দেয়নি। জিতেন্দ্র তেওয়ারি বুধবার কলকাতা গেছেন। শুক্রবার তার ফেরার কথা রয়েছে।


