শোকজের মুখে সংযম. জিতেন্দ্র তেওয়ারি নিয়ে কোন মন্তব্য করলেন না বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল, দল আমার কাছে অভিভাবক
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল ও দূর্গাপুর, ২৪ ডিসেম্বরঃ আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারির দলে আসার প্রসঙ্গে মন্তব্যের করায় বুধবারই বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পালকে শোকজ করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। বৃহস্পতিবার আসানসোল ও দূর্গাপুরে আসানসোল জেলা মহিলা মোর্চার ডাকে ” আর নয় মহিলাদের অসুরক্ষা ” র প্রচারে ধর্ণা বিক্ষোভে অংশ নেন অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের জিতেন্দ্র তেওয়ারি সংক্রান্ত প্রশ্নের জবাব তিনি দিতে চাননি।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
তিনি বলেন, এই ব্যাপারে আমি আর কিছু বলবো না। দল আমার কাছে অভিভাবক। দলের মনে হয়েছে আমি এই সংক্রান্ত মন্তব্য করে ভুল করেছে। তাই আমাকে অভিভাবক হিসাবে শাসন করেছে দল। এই ব্যাপারে আমার আর কোন বক্তব্য নেই। জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে মন্তব্য করায় বিজেপি অগ্নিমিত্রা পালের পাশাপাশি রাজ্য সম্পাদক সায়ন্তন বসুকেও শোকজ করেছে। জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে বলেছিলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতি মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদের প্রত্যেককে সমর্থন করেছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু দল তাদেরকে শোকজ করেনি বা তাদের জবাব চায়নি। এটা কি দ্বিচারিতা নয়? এরও জবাব অগ্নিমিত্রা পাল দেননি।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2020/12/agni1-500x281.jpg)
তিনি বলেন, আমি দলের সামান্য কার্যকর্তা মাত্র। মাত্র দুবছর হলো রাজনীতিতে এসেছি। দল আমাকে যা বলবে, আমি সেই পথেই চলবো। আমাকে দল রাজ্যের মহিলাদের দেখার দায়িত্ব দিয়েছে। আমি সেই পথেই চলছি। বর্তমানে বাংলায় মহিলাদের কোন নিরাপত্তা নেই। তবে তিনি বলেন, দলে তৃনমুল কংগ্রেসের থেকে অনেকেই আসতে চাইছেন৷ সেটা দেখছেন দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব৷ বিজেপিতে ডিসিপ্লিন আছে। তৃনমুল কংগ্রেসের মতো ইন ডিসিপ্লিন নয়।
প্রসঙ্গতঃ, আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারিকে নিয়ে গত সপ্তাহে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাচ্ছেন বলে মোটামুটি নিশ্চিত ছিলো বলে মনে হচ্ছিলো। সেই সময় তার বিরোধিতা করে নানা ধরনের মন্ত