ASANSOLASANSOL-BURNPURBengali News

আসানসোলে রক্তদান শিবির দিয়ে উদ্বোধন ক্রিকেট টুর্ণামেন্টের

বেঙ্গল মিরর ,আসানসোল, ২৭ ডিসেম্বরঃ রক্তদান শিবিরের মধ্য দিয়ে শুরু হল ক্রিকেট টুর্ণামেন্ট। আসানসোলের ইসমাইল প্রতিমা সংঘের সদস্যরা এই অভিনব উদ্যোগ নেন ররিবার। সাধারণত খেলার মাঠে কোন টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয় বেলুন উড়িয়ে, পতাকা উত্তোলন করে বা পায়রা উড়িয়ে। কিন্তু রক্তদান শিবির করে উদ্বোধন হল এই প্রথমবার। ইসমাইলের মুচিপাড়া ময়দানে এই রক্ত দান শিবির হয়। এদিন ২১ ইউনিট রক্তদান করেন ক্লাবের সদস্যরাই । মূলত আসানসোল জেলা হাসপাতালের ব্লাডব্যাঙ্কের রক্ত সঙ্কট মেটাতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে । জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক কতৃপক্ষও এই উদ্যোগকে স্বাগত জানায়।


অন্যদিকে, এদিন আসানসোল পুরনিগমের 55 নং ওয়ার্ডে এক রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। তৃনমুল কংগ্রেসের নেতা আকাশ মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য অমরনাথ চট্টোপাধ্যায়। এই শিবির থেকে ৬৬ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।

Leave a Reply