ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

বারাবনিতে বাড়ির উঠোনে ধস

বেঙ্গল মিরর,বারাবনি,মনোজ শর্মা : বারাবনিতে বাড়ির উঠোনে ধস বারাবনি ব্লক বারাবনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশিডাঙ্গা মুনিয়া পাড়ায় আজ সকাল সাতটার সময় হঠাৎই বাড়ির উঠোনে বাড়ির মহিলা বাসন ধোয়ার সময় পায়ের কাছ থেকে আওয়াজ হতে আরম্ভ করে সমসং সরাতে না পেরে ওই জায়গাটা প্রায় পনেরো থেকে কুড়ি ফুট নিচে ভেসে যায় তারপর স্থানীয় বাসিন্দারা এসে সবাই দেখে পুরো নিচে অলরেডি হয়ে গেছে এবং দোতলা বাড়ির সামনে ঘটনার পরে বারাবনির প্রধান নরেশ বাউরি কে জানানো হয়েছে এই ঘটনা উনার বলার বক্তব্য যে এই ধরনের ধসের আমাদের কাছে কোনো জিনিসপত্র নাই আপনারা দরখাস্ত করে ছবি পাঠান তবে কিছু হবে কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে প্রায়ই নুনিয়া পাড়ায় 15 পরিবার বসবাস করে তারা আতংকে দিন গুনছে ।

Leave a Reply