Bengali NewsPoliticsPURULIA-BANKURA

পাগলা দিলীপ এবং খ্যাপা ষাঁড় বলে আক্রমণ করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল মিরর,বাঁকুড়া,
মোহাম্মাদ শাহজাহান আনসারী ও
সৌরদীপ্ত সেনগুপ্ত: বাঁকুড়ার
মেজিয়াতে রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয় যেখানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন । এছাড়াও বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতারা,বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের মেন্টর অরূপ চক্রবর্তী, সালতোড়া বিধানসভার বিধায়ক স্বপন বাউরীসহ দলীয় কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।

চিরাচরিত রূপে পদ্মশিবিরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনি বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষের নাম নিয়ে তাঁকে পাগলা দিলীপ এবং খ্যাপা ষাঁড় বলে আক্রমণ করেন । নাম না করে শুভেন্দু অধীকারিকেও আক্রমণ করেন । তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার তলে ছিল বলে মানুষ আজ তাকে চিনেছে,তাকে দেওয়া হয়েছিল তিন তিনটা মন্ত্রিত্ব চেয়ারম্যানের পদ মুখ্যমন্ত্রীত্ব ছাড়া কী পাইনি সে। শুভেন্দুকে কটাক্ষ করে তিনি বলেন যে তার লোভ নেই যেন স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণদেব । তিনি আরও বলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চান যে এই রাজ্যের কন্যারা লেখাপড়া করে এই রাজ্যে ও দেশের নাম উজ্জ্বল করুক । তাই তিনি কন্যাশ্রীর মতো প্রকল্প এনেছেন । তিনি চান এই বাংলার মেয়েরা শুধুমাত্র ঘরে আবদ্ধ না থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক । এছাড়াও মমতা ব্যানার্জি সকলের জন্য স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা করেছেন যাতে সকলেই স্বাস্থ্য বীমার আওতাভুক্ত হয় । এই কার্ডটি বাড়ির মহিলার নামে হবে । তিনি বলেন যে জুন মাস পর্যন্ত সকলের জন্য বিনা মূল্যে রেশনের ব্যবস্থা করা হয়েছে । শুধু তাই নয় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গের সকলের জন্য আজীবন বিনা মূল্যে রেশনের ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *